সানিকে ইট মেরে গালিগালাজের অভিযোগে যা বললেন সাব্বির

ক্রিকেট দুনিয়া June 17, 2021 679
সানিকে ইট মেরে গালিগালাজের অভিযোগে যা বললেন সাব্বির

শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলা ইলিয়াস সানিকে ইট ছোড়ার পাশাপাশি গায়ের রং নিয়ে গালাগালি করার অভিযোগ উঠেছে রূপগঞ্জের সাব্বির রহমানের বিরুদ্ধে। তবে সাব্বির এমন অভিযোগকে নাকচ করে দিয়েছেন।


বুধবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বিকেএসপির তিন নম্বর মাঠে ওল্ড ডিওএইসএসের বিপক্ষে লড়ছিল শেখ জামাল। ডিওএইচএসকে ১২১ রানের লক্ষ্য দিয়ে শেখ জামাল তখন ফিল্ডিংয়ে।


ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন শেখ জামালের স্পিনার ইলিয়াস সানি। এমন সময় হঠাৎ মাঠের বাইরে থেকে তাকে ইট ছুড়ে মারেন লিজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার সাব্বির।


শুধু ইট ছুড়েই ক্ষান্ত হননি সাব্বির, ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন রূপগঞ্জের এই ক্রিকেটার। সঙ্গে তার চেহারা নিয়ে কটাক্ষ করেন।


ইলিয়াস সানিকে ইট ছুড়ে মারার ঘটনায় ক্ষিপ্ত শেখ জামাল। ইতিমধ্যে ক্লাবটি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে অভিযোগ করেছে। সিসিডিএম চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম বরাবর চিঠি পাঠিয়ে সাব্বিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে শেখ জামাল।


এদিকে এমন অভিযোগকে অস্বীকার করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট বিডিক্রিকটাইমকে দেওয়া সাক্ষাৎকারে সাব্বির বলেন, ‘এটা তো উনাকে অনেকে বলে, আমি কেন বলব বলেন। এমন তো না আমাদের দলে উনার বন্ধু নেই, অনেক বন্ধু আছে। অনেকে কাইল্যা কাইল্যা বলে, দোষ কি শুধু আমার?


উনার ম্যাচ ছিল এক জায়গায়, আমার ম্যাচ ছিল আরেক জায়গায়। উনাকে ম্যাচের মধ্যে আমি ইট মারব? পারটেক্সের খেলোয়াড় ছিল, আমাদের দলের খেলোয়াড় ছিল, সবাই ছিল। ওরা চোখে দেখেনি কে মেরেছে না মেরেছে, কী হয়েছে না হয়েছে?’


সাব্বির আরো বলেন, ‘কে কাইল্যা কাইল্যা বলল, দোষ যদি আমার হয় তাহলে তো অনেক সমস্যা ভাই। এই নিউজটা তো নিউজই না। এটা তো কোনো কথাই না।


হুট করে কেউ এসে যদি আপনাকে দোষারোপ করে এটা তো লজ্জাজনক, আশাজনক না। তাই না? মাঠের মধ্যে যদি খেলা হত, খেলার মধ্যে কিছু হত তাহলে আলাদা বিষয় ছিল। উনার দলের সাথে আমার খেলাই হয়নি। এটা তো সম্ভবই না।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪