পিএসএলে বড় জয়ে ইতিহাস গড়ল ইসলামাবাদ

ক্রিকেট দুনিয়া June 12, 2021 790
পিএসএলে বড় জয়ে ইতিহাস গড়ল ইসলামাবাদ

পাকিস্তান সুপার লিগে নতুন ইতিহাস গড়েছে ইসলামাবাদ ইউনাইটেড। শুক্রবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ১০ ওভার হাতে রেখে ১০ উইকেটে জিতেছে ইসলামাবাদ। পাওয়ারপ্লেতেও সর্বোচ্চ রান আসে দুই ওপেনার কলিন মুনরো ও উসমান খাঁজা জুটিতে।


আবু ধাবিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩৩ রানেই অলআউট হয় কোয়েটা। যেখানে সর্বোচ্চ ৪৩ রান আসে জ্যাক উইদেরাল্ডের ব্যাট থেকে। ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি ডু প্লেসিস-সরফরাজরা। ৬ বলে ১৩ রান করেন আন্দ্রে রাসেল। ব্যাটিংয়ের সময় হেলমেটে আঘাত পাওয়ায় রাসেলের কনকাশন হিসেবে খেলেন নাসিম শাহ।


লক্ষ্য তাড়া করতে নেমে ঝড় শুরু করেন কলিন মুনরো ও উসমান খাঁজা। ৩.৫ ওভারেই দলীয় অর্ধশতক পূরণ করেন দুজন। ঝড় তুলে মাত্র ২০ বলে ফিফটি তুলে নেন কলিন মুনরো। পাওয়ারপ্লেতে দুজন যোগ করেন ৯৬ রান। যা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ আর পিএসএলে সর্বোচ্চ রানের রেকর্ড।


এখানেই থামেননি, একের পর এক চার ছক্কা হাঁকিয়ে ১০ ওভার তথা ৬০ বল হাতে রেখেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দুই ওপেনার। যা পিএসএলের ইতিহাসে সবচেয়ে বড় জয়। এতো বল ও উইকেট একসাথে হাতে রেখে কোন দলই জিততে পারেনি। এদিন ৩৬ বলে ৯০ রানে অপরাজিত থাকেন মুনরো। খাঁজা অপরাজিত থাকেন ২৭ বলে ৪০ রানে।


সংক্ষিপ্ত স্কোরঃ

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ১৩৩/১০(২০)

জ্যাক ৪৩, আজম ২৬

ওয়াসিম ২/১২, হাসান ২/২৪


ইসলামাবাদ ইউনাইটেড ১৩৭/০(১০)

মুনরো ৯০*, খাঁজা ৪০*

নওয়াজ ০/১৮, হাসনাইন ০/২১।


সূত্রঃ স্পোর্টসজোন২৪