১ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৯ জুন দেশ ছাড়বে বাংলাদেশ দল, ৭ জুন একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। তবে মাঠের লড়াইয়ে নামার আগে একদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে টাইগারদের, টেস্ট সিরিজের আগে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে বাংলাদেশের।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সবগুলো সিরিজই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, হারের বৃত্তে থাকায় টেস্টে জয়ের ফিরতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি সহায়ক হবে। ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ, তাই সহজ ভাবে নেওয়ার কোন সুযোগ নেই। অন্যদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ২০ ওভারের সিরিজটিও আলাদা গুরুত্ব বহন করবে।
সম্প্রতি হঠাৎ করেই আলোচনায় আসে জিম্বাবুয়ে সফরে গিয়ে ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে বাংলাদেশ দলকে, সেক্ষেত্রে প্রস্তুতির সুযোগই পেতো না টাইগাররা।
কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে বটে, তবে সেটা একদিনের। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, “ওখানে আমাদের একদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, এরপর নিয়মিত কার্যক্রম গুলো সম্পন্ন করতে পারবো।”
চলমান ঢাকা প্রিমিয়ার লিগ ২৬ জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা বিসিবির, সেক্ষেত্রে দেশ ছাড়ার আগে দুইদিন সময় পাবে ক্রিকেটাররা। টানা খেলার ধকলের বিষয়টি বিবেচনায় দেশে আলাদা ভাবে অনুশীলনের পরিকল্পনা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
এ প্রসঙ্গে আকরাম খান বলেন, “আমরা দেশে অনুশীলনের কোন পরিকল্পনা করিনি, তবে কোচের সাথে আমাদের কথা বলা দরকার। টুর্নামেন্টের (ডিপিএল) সুপার লিগে উঠতে না পারা ক্রিকেটারদের একটা সুযোগ থাকবে, তারা যদি আগ্রহী হয় আমরা অবশ্যই তাদের জন্য ব্যবস্থা করে দিবো।”
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি:
৭-১১ জুলাই, একমাত্র টেস্ট (কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে)
ওয়ানডে সিরিজ:
প্রথম ওয়ানডে – ১৬ জুলাই
দ্বিতীয় ওয়ানডে – ১৮ জুলাই
তৃতীয় ওয়ানডে – ২০ জুলাই
সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
টি-টোয়েন্টি সিরিজ:
প্রথম টি-টোয়েন্টি – ২৩ জুলাই
দ্বিতীয় টি-টোয়েন্টি – ২৫ জুলাই
তৃতীয় টি-টোয়েন্টি – ২৭ জুলাই
সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি