২০২৭ বিশ্বকাপ এককভাবে আয়োজন করতে চায় বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া June 9, 2021 579
২০২৭ বিশ্বকাপ এককভাবে আয়োজন করতে চায় বাংলাদেশ

২০১১ বিশ্বকাপ ভারত এবং শ্রীলংকাকে সাথে নিয়ে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক দেশ হয়েছিল বাংলাদেশ। ওই টুর্ণামেন্টে উদ্বোধনী ম্যাচ সহ মোট আটটি ম্যাচ আয়োজন করে বাংলাদেশ। এরপর ২০১৪ সালে এককভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ।


এরপর আর কোন বড় টুর্নামেন্টের আয়োজক দেশ হয়নি বাংলাদেশ।‌ তবে এবার বাংলাদেশের সামনে লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ। ২০২৭ বিশ্বকাপের একক আয়োজক দেশ হতে চায় বাংলাদেশ।


কিছুদিন আগেই ২০৩১ সাল পর্যন্ত বৈশ্বিক ইভেন্টের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেই লক্ষ্য নিয়েই কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


দেশের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন ২০১৭ সালের বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ। আজ সেই লক্ষ্যে সঠিক পরিকল্পনা অনুযায়ী এগোতে চায় তারা।


জালাল ইউনুস বলেন, “২০২৭ সালের একটি বিশ্বকাপে রয়েছে। তার আগে আমাদের একটি প্ল্যান তৈরি করতে হবে আমরা কিভাবে আগাবো। আগামী মিটিংয়ে এই নিয়ে একটি আলোচনা হবে।


এখানে ১৪ টি দল খেলবে। ১৪ টি টিমকে হ্যান্ডেল করা আমাদের জন্য প্রবলেম হবেনা। আমাদের কাছে অনেকগুলি ভেন্যু আছে যেগুলো শুধু আপডেট করতে হবে”।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট