মুশফিক-মোসাদ্দেকের ব্যাটে মাহমুদউল্লাহদের হারালো আবাহনী

ক্রিকেট দুনিয়া June 8, 2021 844
মুশফিক-মোসাদ্দেকের ব্যাটে মাহমুদউল্লাহদের হারালো আবাহনী

আবারো জয়ের ধারায় ফিরলো আবাহনী। আজ মাহমুদউল্লাহ রিয়াদের গাজী গ্রুপকে ৭ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। মিরপুরে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে গাজী গ্রুপ। যেখানে ৮ উইকেটে ১৫০ রান তুলতে সক্ষম হয় তারা।


সর্বোচ্চ ৬৭ রান করেন সৌম্য সরকার। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে সৌম্যর সাথে ওপেনিংয়ে জুটি গড়া মেহেদী হাসানের ব্যাট থেকে৷ তিনি করেন ৪৩ রান। জবাব দিতে নেমে ২ ওভার হাতে রেখে জয় তুলে নেয় আবাহনী।


দুই ওপেনার নাইম শেখ ও মুনিম শাহরিয়ার খুব বেশি রান না করতে পারলেও মুশফিক-মোসাদ্দেক দারুণ ফিফটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মুশফিক ৩৫ বলে ৫৩* ও মোসাদ্দেক ২৮ বলে ৫০ রানে অপরাজিত থাকেন।


সংক্ষিপ্ত স্কোরঃ


গাজী গ্রুপ ১৫০/৮ (ওভার ২০)


সৌম্য ৬৭, মেহেদী ৪৩


আমিনুল ২/১৯ (৪),শহিদুল ৪/৪১ (৪)


আবাহনী লিমিটেড ১৫৩/৩ (ওভার ১৮ )


মুশফিক ৫৩*, মোসাদ্দেক ৫০*


মেহেদী ১/১২(৩), নাসুম ১/৩২(৪)।


সূত্রঃ স্পোর্টসজোন২৪