লর্ডস টেস্ট শেষে আইসিসির শাস্তি পেলো জো রুটরা

ক্রিকেট দুনিয়া June 8, 2021 471
লর্ডস টেস্ট শেষে আইসিসির শাস্তি পেলো জো রুটরা

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে ইংল্যান্ড। তবে এই ম্যাচ শেষে শাস্তির মুখোমুখি হয়েছে ইংলিশরা। স্লো ওভার রেটের কারণে পুরো দলকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে জো রুটদের ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারি ক্রিস ব্রড এই জরিমানা প্রদান করেন। ইংল্যান্ড দল আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গ করেছে।


মূলত নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড দল। যার কারণে প্রতি ওভারের জন্য ২০ শতাংশ করে জরিমানা প্রদান করা হয়েছে।


দুই ওভার মিলিয়ে সেই অঙ্কটা দাঁড়িয়েছে ৪০ শতাংশে। নিয়ম অনুযায়ী অনফিল্ড আম্পায়াররা ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিক অভিযোগ আনেন।


এরপরই ম্যাচ রেফারি স্বাগতিক দলের অধিনায়ক জো রুটের কাছে জানতে। রুট সেটি স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। শাস্তিও মেনে নিয়েছেন তিনি।


সূত্রঃ এসএনপি স্পোর্টস