জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছুটি চেয়েছেন মুশফিক

ক্রিকেট দুনিয়া June 7, 2021 753
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছুটি চেয়েছেন মুশফিক

বেশ কিছুদিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিল জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ বিশ্রাম নিতে পারেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আর সেই গুঞ্জন এখন সত্য হতে চলেছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ছুটি চেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।


ইতিমধ্যেই ছুটিতে যাওয়ার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে জানিয়েছেন মুশফিকুর রহিম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ জুন জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ।


৭ জুলাই টেস্ট দিয়ে শুরু হবে মাঠের লড়াই। তিন ম্যাচের ওয়ানডে হবে ১৬, ১৮ ও ২০ জুলাই। হারারেতে হবে এই ম্যাচগুলো। একই ভেন্যুতে ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে টি-টোয়েন্টির লড়াই। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট ম্যাচ খেললে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন না মুশফিক প্রধান নির্বাচক এমনটাই জানিয়েছেন তিনি।


ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ” মুশফিক আজ আমাকে ফোন করে জানিয়েছে যে সে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে চায় না। আমরা ওর সিদ্ধান্তকে সম্মান জানাই তবে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।’


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট