বাংলাদেশ ক্রিকেট দলের জন্য স্পিন বোলিং কোচ হিসেবে বিসিবির প্রথম পছন্দ শ্রীলংকার কিংবদন্তি স্পিনার রঙ্গনা হেরাথ। ইতিমধ্যেই লঙ্কান স্পিনারের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছে বিসিবি। কিন্তু পারিশ্রমিক হিসেবে বিসিবির কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছেন রঙ্গনা হেরাথ।
বাংলাদেশ দলের সাবেক স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির সমান পারিশ্রমিক দাবি করেছেন তিনি। বাংলাদেশ দলের হয়ে বছরে ১০০ দিনের কাজ করার জন্য রাজি হয়েছেন রঙ্গনা হেরাথ।
তার জন্য দৈনিক দুই হাজার ডলারের দাবি করেছেন তিনি। তার মানে বছরে তার পিছনে বিসিবিকে গুনতে হবে ২ লাখ ৫০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি টাকার বেশি।
তবে এত পরিমান টাকা দিয়ে রঙ্গনা হেরাথকে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিতে নারাজ বিসিবি। শেষ খবর, হেরাথ দৈনিক ২ হাজার ডলার থেকে কমিয়ে ১৫০০ ডলার করে দৈনিক চুক্তিতে কাজ করতে আগ্রহী হয়েছেন। তবে সেখানেও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জানা গিয়েছে রঙ্গনা হেরাথের পিছনে বিসিবি খরচ করতে পারে হাজারখানেক ডলার।
বিসিবির উচ্চ পর্যায়ের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ‘ড্যানিয়েল ভেট্টোরির প্রায় সমান অর্থ চেয়েছেন হেরাথ এবং ভেটোরির মত তিনিও সারা বছর কাজ না করে বছরে ১০০ দিন স্পিনারদের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। দৈনিক ২ হাজার ডলার করে পারিশ্রমিক চেয়েছেন এ লঙ্কান।’
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট