জিম্বাবুয়ে সফরে যেতে চান না সিনিয়রদের অনেকেই!

ক্রিকেট দুনিয়া June 7, 2021 932
জিম্বাবুয়ে সফরে যেতে চান না সিনিয়রদের অনেকেই!

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ শেষ করে জাতীয় দলের ক্রিকেটাররা এখন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে ব্যস্ত। এই প্রেস্টিজিয়াস লিগ শেষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলতে সাকিব-তামিমদের জিম্বাবুয়ে সফরে যাবে।


তবে একাধিক সিনিয়র ক্রিকেটার এই সফরে নাও যেতে পারে। শোনা যাচ্ছে, সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো সিনিয়র ক্রিকেটাররা বোর্ডের কাছে ছুটি চাইবেন। দীর্ঘ সময় জৈব সুরক্ষা বলয়ে থাকা এর প্রধান কারণ।


এর আগে আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছুটি চাওয়ায় সাকিব আল হাসানকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে।


এবার জাতীয় দলের অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'অন্য দলগুলোর কথা যদি হিসাব করেন তাহলে দেখা যায় খেলোয়াড়দের ছুটি দেওয়ার একটা ব্যাপার আছে।


এরকম ছুটির আবেদন আসলে বিবেচনা করে দেখা যেতে পারে। অবশ্যই এই বিবেচনা অবশ্যই বোর্ডের, সিদ্ধান্ত বোর্ড থেকেই আসবে এবং আমাদের জানানো হবে এটা আমরা করতে পারি কি না।


তখন আমরা দেখব এই খেলোয়াড় না থাকলে কী হতে পারে বা থাকলে কী হতে পারে। আমার জানামতে কেউ এখনও ছুটির জন্য বলেনি।'


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন