কোচিং প্যানেলে জেমি সিডন্সকে চান না ডোমিঙ্গো

ক্রিকেট দুনিয়া June 4, 2021 950
কোচিং প্যানেলে জেমি সিডন্সকে চান না ডোমিঙ্গো

সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার নেইল ম্যাকেঞ্জি ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বছর হঠাৎ করেই বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।


এরপর থেকেই জায়গাটি নিয়ে ঝামেলার মধ্য দিয়েই যেতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, ম্যাকেঞ্জি আগস্টে দায়িত্ব ছাড়ার ব্যাটিং কোচ ছাড়া থাকার পর নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলানকে নিয়োগ দেয় বিসিবি।


তবে পারিবারিক কারণে দায়িত্ব নেওয়ার আগেই সরে দাঁড়ান ক্রেইগ ম্যাকমিলান, তার জায়গায় নিউজিল্যান্ড সফরের আগে নিয়োগ দেওয়া হয় ইংলিশ ব্যাটিং কোচ জন লুইসকে। তবে তার পারফর্মেন্সে সন্তুষ্ট হতে না পারায় চুক্তি নবায়ন করছে না বিসিবি, এবার দীর্ঘ মেয়াদে সমস্যার সমাধান চায় তারা।


সেই সমস্যার সমাধান হতে পারেন বাংলাদেশ দলের সাবেক হেড কোচ জেমি সিডন্স, তিনিই হতে পারেন টাইগারদের পরবর্তী ব্যাটিং কোচ। তার উপরেই আস্থা রাখতে যাচ্ছে বিসিবি, তবে এখনো বিষয়টি আলোচনার টেবিলেই আছে।


ক্রিকেটার ও বোর্ড কর্তাদের প্রথম পছন্দ সিডন্স হলেও হেড কোচ রাসেল ডোমিঙ্গো আবার তার কোচিং প্যানেলে জেমি সিডন্সকে চান না।


মুলত, নিজের নড়বড়ে পারফর্মেন্স ও জায়গা হারানোর শঙ্কা থেকেই সিডন্সকে ব্যাটিং কোচ হিসেবে দেখতে চাচ্ছেন না ডোমিঙ্গো। বিসিবি খুব তাড়াতাড়িই জেমি সিডন্সের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায়, এর জন্য ক্রিকেটারদের মতামতকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।


জেমি সিডন্স প্রথম পছন্দ হলেও বিকল্প হিসেবে আরও কয়েকজনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি, টাইগারদের বর্তমান ব্যাটিং কোচ জন লুইসের সাথেও আলোচনা চলছে বোর্ড কর্তাদের। এর বাহিরে নাম শোনা যাচ্ছে পাকিস্তানের সাবেক ব্যাটার ইজাজ আহমেদেরও, তিনিই না কি বিসিবির দ্বিতীয় পছন্দ।


তবে ব্যাটে-বলে মিলে গেলে জেমি সিডন্সকেই দায়িত্ব দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেক্ষেত্রে হেড কোচ নিয়ে যে সমস্যা সেটারও বিকল্প তৈরি হতে পারে বাংলাদেশের জন্য। ২৯ জুন জিম্বাবুয়ে সফরে যাবে টাইগাররা, তার আগেই কোচ নিয়োগের প্রক্রিয়া শেষ করতে চায় বিসিবি।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি