ইংল্যান্ড-উইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করল পাকিস্তান

ক্রিকেট দুনিয়া June 4, 2021 1,105
ইংল্যান্ড-উইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করল পাকিস্তান

আসন্নই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) স্থগিত আসর। এই আসর শেষ করে দম ফুসরতের সময় নেই পাকিস্তানের ক্রিকেটারদের। সংযুক্ত আরব আমিরাতে পিএসএল শেষ করেই ইংল্যান্ডে সিরিজ খেলতে উড়াল দেবে পাকিস্তান জাতীয় দল। এরপর সেখানে সিরিজ শেষ করে সোজা ক্যারিবিয়ান দ্বীপে উইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে যাবেন বাবর আজমরা।


সব মিলিয়ে এই দুই সিরিজে ৩ ওয়ানডে, ৮ টি-টোয়েন্টি ও ২টি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। লম্বা এই সফরকে সামনে রেখে তিন ফরম্যাটের জন্যই আলাদা করে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে প্রথম বারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আজম খান। মূলত তিনি জায়গা পেয়েছেন টি-টোয়েন্টির জন্য।


এছাড়া টি-টোয়েন্টি দলে ফিরেছেন ইমাদ ওয়াসিম। ওয়ানডে দলে ফিরেছেন হ্যারিস সোহেল। মোহাম্মদ আব্বাস ও নাসিম শাহকে ফেরানো হয়েছে টেস্টের জন্য বিবেচনায়। এদিকে ফখর জামান সবশেষ জিম্বাবুয়ে সফরে স্ট্যান্ড বাই হিসেবে থাকলেও, এই দুই সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে মূল দলে ফিরেছেন তিনি।


• ইংল্যান্ড ও উইন্ডিজ সফরে তিন ফরম্যাটের জন্য পাকিস্তান দল


টেস্ট: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ইমরান বাট, ফাওয়াদ আলম, মোহাম্মদ নওয়াজ, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, হ্যারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি, শাহনাওয়ার দাহানি, ইয়াসির শাহ এবং জাহিদ মাহমুদ।


ওয়ানডে: বাবর আজম (অধিনায়ক), ইমাম উল হক, ফখর জামান, হায়দার আলী, শাদাব খান, আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হ্যারিস রউফ, হ্যারিস সোহেল, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, সালমান আলী আঘা, সাউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি এবং উসমান কাদির।


টি-টোয়েন্টি: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, শারজিল খান, ফখর জামান, হায়দার আলী, আরশাদ ইকবাল, আজম খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, হ্যারিস রউফ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি এবং উসমান কাদির।


সূত্রঃ এসএনপি স্পোর্টস