আইসিসির 'প্লেয়ার অব দ্য মান্থের’ সেরা ৩-এ মুশফিক

ক্রিকেট দুনিয়া June 3, 2021 1,289
আইসিসির 'প্লেয়ার অব দ্য মান্থের’ সেরা ৩-এ মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেটকে আরো প্রতিযোগিতামূলক করতে প্রতি মাসের সেরা ক্রিকেটার অর্থাৎ ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ঘোষণা করে আসছে আইসিসি। সেখানে মে মাসের প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচন করার জন্য ৩ জনের যে শর্ট লিস্ট তৈরি করেছে তারা।


তাতে জায়গা হয়েছে বাংলাদেশের সেরা ওয়ানডে ব্যাটসম্যান মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের। এর মাধ্যমে প্রথমবারের মতো শর্ট লিস্টে জায়গা পেলেন কোনও বাংলাদেশি।


মুশফিকুর রহিম ছাড়াও এই তালিকার বাকি দুইজন হচ্ছেন পাকিস্তানি ফাস্ট বোলার হাসান আলী এবং শ্রীলঙ্কার বাম হাতি স্পিনার প্রবীন জয়াবিক্রমা। এই তিন জনের মধ্য থেকেই বেছে নেয়া হবে মে মাসের সেরা ক্রিকেটার।


মে মাসে ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন মুশি। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে রান করেছেন যথক্রমে ৮৪, ১২৫ এবং ৩৮। প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে একাই জিতিয়েছেন ম্যাচ।


যার ফলে প্রথমবারের মত লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। শেষ ম্যাচে মিস্টার ডিপেন্ডেবল’র ব্যাট না হাসায় জিতিতেও পারেনি তামিম ইকবালের দল। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ সেরার পুরষ্কারটাও জিতে নিয়েছেন মুশি।


মে মাসের প্লেয়ার অব দ্য মান্থ হবার দৌড়ে মুশফিকের মতই অনেকখানি এগিয়ে আছেন হাসান আলী। দুই টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হাসান আলীর সংগ্রহ ১৪ উইকেট।


অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে মাত্র একটি টেস্ট খেলেই ১১ উইকেট নেয়া প্রবীন জয়াবিক্রমাও আছেন প্লেয়ার অব দ্য মান্থ হবার শর্ট লিস্টে। - ডেইলি স্পোর্টস বিডি