বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সৌম্য ও মিঠুন

ক্রিকেট দুনিয়া June 2, 2021 2,189
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সৌম্য ও মিঠুন

৬ মাস কেটে গেল ও এখনো জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে করনা মহামারীর কারণেই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করতে দেরি করছে বিসিবি। মূলত গত বছর মার্চের পর থেকে ঘরেই বসে ছিল ক্রিকেটাররা।


যার কারণেই ক্রিকেটারদের তালিকা প্রকাশ করতে পারেনি বিসিবি। কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার বাছাই ও বেতন গ্রেড ঠিক করে বোর্ডের কাছে জমা দেওয়ার কাজটি করে থাকে ক্রিকেট পরিচালনা বিভাগ। বছরের অর্ধেক চলে গেলেও সেটা করতে পারেনি তারা।


তবে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, বর্তমান পারফরম্যান্স এবং ভবিষ্যৎ বিবেচনায় রেখে নতুন চুক্তির ক্রিকেটার বাছাই প্রক্রিয়া শেষের পথে। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ চুক্তিতে ফিরছেন বলে জানান তিনি। এ তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুনকে।


বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না সৌম্য সরকার এবং মুহাম্মদ মিঠুনের। সে কারণে এ দুই ক্রিকেটার চুক্তিতে থাকছে না বলে জানান নান্নু। নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফেরার পরই কার্যকর করা হয়েছে সাকিবের চুক্তি। তিনি বেতন পাচ্ছেন জানুয়ারি থেকেই।


কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে হয়েছেন তিনি। এছাড়াও কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারেন অফস্পিনার শেখ মেহেদী হাসান। ডি’ গ্রেডে বেতনভুক্ত করা হবে তাকে।


চুক্তিতে ফেরানো হতে পারে টেস্ট ওপেনার সাদমান ইসলাম অনিককে। চুক্তিতে ফেরার বছরে বাদ পড়তে হতে পারে টেস্ট বোলার এবাদত হোসেনকে। টাইগার এ ফাস্ট বোলারের পারফরম্যান্স সন্তুষ্ট করতে পারছে না জাতীয় দল নির্বাচকদের।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট