বিশ্বকাপ আয়োজনে ভারতকে সময় বেঁধে দিল আইসিসি

ক্রিকেট দুনিয়া June 2, 2021 622
বিশ্বকাপ আয়োজনে ভারতকে সময় বেঁধে দিল আইসিসি

ভারতে করোনা মহামারি বাড়তে থাকায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। এই সময়ের মধ্যে নিজেদের সিদ্ধান্তর কথা আইসিসিকে জানাতে হবে বিসিসিআই’র।


মঙ্গলবার আইসিসিসির বোর্ড মিটংয়ে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ। সেখানেই এক মাস বেশি সময় চেয়ে নিয়েছেন সৌরভ গাঙ্গুলির বোর্ড। ২৮ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়ে আইসিসি ভারতকে জানিয়েছে, এই সময়ের মধ্যে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য।


গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু করোনা জন্য সঠিক সময়ে বিশ্বকাপ আয়োজন সম্ভব হয়নি। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়। ২০২১ সালে ভারত এই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেলেও, করোনার জন্য ফের সমস্যায় পড়তে হচ্ছে।


ইতোমধ্যে করোনাভাইরাস মহামারি কারণে স্থগিত হয়ে গেছে আইপিএল। সেপ্টেম্বরে বাকি থাকা ৩১ টি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজন করতে পারবে কি না তা নিয়ে এখনো নিজেদের সিদ্ধান্ত জানায়নি ভারত।


ভারতের বিকল্প হিসেবে আরব আমিরাত এবং শ্রীলঙ্কার প্রস্তুত থাকার কথা জানা গিয়েছে আগেই। ভারতে অবশ্য করোনাভাইরাস আক্রান্তের গ্রাফটা এই মুহূর্তে কিছুটা নিম্নমুখী। তবে বিশ্বকাপ নিয়ে আইসিসি কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয়। - ডেইলি স্পোর্টস বিডি