২৮শে আগষ্ট শুরু হয়ে ১৯শে সেপ্টেম্বর ফাইনাল দিয়ে ইতি টানবে এবারের সিপিএল। করোনা মহামারীর জন্য আসরের সর্বমোট ৩৩টি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্কে।
যেখানে ৫০% শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। তবে অবশ্যই তাদের করোনার টিকা গ্রহণের প্রমাণ নিয়ে আসতে হবে। এক নজরে দেখে নিন প্লেয়ার্স ড্রাফটের পর সিপিএলের ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াডঃ
ত্রিনবাগো নাইট রাইডার্সঃ
কাইরন পোলার্ড (অধিনায়ক), সুনীল নারিন, কলিন মুনরো, সন্দ্বীপ লামিচানে, ড্যারেন ব্রাভো, রবি রামপল, লেন্ডল সিমন্স, খ্যারি পিয়েরে, ইসুরু উদানা, সিকান্দার রাজা, অ্যান্ডারসন ফিলিপ, দিনেশ রামদিন, টিয়ন ওয়েবস্টার, আকিল হোসেন, লেওনার্দো হুলিয়ান, আলি খান এবং জেডেন সিলস।
বার্বাডোজ ট্রাইডেন্টসঃ
ক্রিস মরিস, জেসন হোল্ডার, থিসারা পেরেরা, শাই হোপ, মোহাম্মদ আমির, জনসন চার্লস, ওশান থমাস, কাইল মায়ার্স, হেইডেন ওয়ালশ জুনিয়র, আজম খান, রেয়মন রেইফার, জাস্টিন গ্রেভস, অ্যাশলে নার্স, শফিকউল্লাহ গাফারি, জশুয়া বিশপ, স্মিত প্যাটেল এবং নিম ইয়ং।
জ্যামাইকা তালাওয়াজঃ
আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েট, সাকিব আল হাসান, রভম্যান পাওয়েল, হায়দার আলি, চ্যাডউইক ওয়ালটন, ফিদেল এডওয়ার্ডস, কাইস আহমেদ, জেসন মোহাম্মদ, মিগুয়েল প্রিটোরিয়াস, কেনার লুইস, ইব্রাহিম জাদরান, ভেরাসামি পারমল, আভিজাই মানসিং, জশুয়া জেমস, কার্ক ম্যাকেঞ্জি এবং রায়ান পারসো।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সঃ
নিকোলাস পুরান, শোয়েব মালিক, ইমরান তাহির, শিমরন হেটমায়ার, মোহাম্মদ হাফিজ, ব্রেন্ডন কিং, ওডেন স্মিথ, চন্দরপল হেমরাজ, নিয়াল স্মিথ, নবীন উল হক, রোমারিও শেফার্ড, ওয়াকার সালামখেইল, গুড়াকেশ মোটি, অ্যান্থনি ব্র্যাম্বল, কেভিন সিনক্লেয়ার ও অ্যাশমিড নেড।
সেইন্ট লুসিয়া জুকসঃ
ফাফ ডু প্লেসি, কেমো পল, ওয়াহাব রিয়াজ, ম্যাথু ওয়েড, আন্দ্রে ফ্লেচার, কেসরিক উইলিয়ামস, উসমান কাদির, সামিত প্যাটেল, আলজারি জোসেফ, রাহকিম কর্নওয়াল, মার্ক দেয়াল, রস্টোন চেজ, জাভেল গ্লেন, জেভর রয়্যাল, কাদিম অ্যালেন এবং ওবেদ ম্যাকয়।
সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসঃ
ক্রিস গেইল, এভিন লুইস, ডোয়াইন ব্রাভো, ফাবিয়ান অ্যালেন, রসি ফন ডার ডুসেন, এনরিখ নরকিয়া, ডেভন থমাস, রায়াদ এমরিট, রহমানউল্লাহ গুরবাজ, শেরফান রাদারফোর্ড, শেলডন কটরেল, ভানিন্দু হাসারাঙ্গা, কলিন আরকিবাল্ড, জন রাস জাগেসার, ডমিনিক ড্রেকস, জশুয়া ডা সিলভা এবং মিকাইল লুইস।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি