শেষ ওয়ানডেতে একাদশ থেকে বাদ পড়ছেন লিটন দাস!

ক্রিকেট দুনিয়া May 28, 2021 1,010
শেষ ওয়ানডেতে একাদশ থেকে বাদ পড়ছেন লিটন দাস!

শ্রীলঙ্কাকে প্রথমবারের মত হোয়াইটওয়াশের লক্ষ্যে শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। ইতিমধ্যে মিরপুরে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার পালা হোয়াইটওয়াশ মিশন পূর্ণ করার।


বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন; তাহলে বাদ পড়বেন দুই ম্যাচেই ব্যর্থ ওপেনার লিটন দাস। সুযোগ পাবেন স্কোয়াডে যোগ হওয়া ওপেনার মোহাম্মদ নাইম শেখ।


দুর্দান্ত পারফরম্যান্সে ইতোমধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছে তামিম ইকবালের দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচে লঙ্কানদের হারিয়ে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। যেকোনো সংস্করণে শ্রীলঙ্কার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।


প্রথম ওয়ানডেতে ৩ বল খেলে শূন্য রানে আউট হন ওপেনার লিটন দাস। দ্বিতীয় ওয়ানডেতে প্যাভিলিয়নে ফেরেন ৪২ বলে ২৫ করে। দুই ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে না পারায় সুযোগ মিলতে পারে তৃতীয় ওয়ানডের দলে ডাক পাওয়া আরেক ওপেনার নাইম শেখের।


দ্বিতীয় ওয়ানডেতে তাসকিন আহমেদের বদলি হিসাবে সেরা একাদশে অভিষেক ঘটে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের। তবে ব্যাটিংয়ের সময় হেলমেটে বল লাগার পর দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন। কনকাশন বদলি হিসেবে সাইফুদ্দিনের বদলে বাদ পড়ে যাওয়া তাসকিন আহমেদকে একদশে নিয়েছে বাংলাদেশ।


মারাত্মক কিছু ঘটেনি সাইফউদ্দিনের, তবে এই সিরিজে আর খেলা হবে না তাঁর। মুস্তাফিজ, শরিফুলের সঙ্গে পেস আক্রমণে থাকবেন তাসকিন আহমেদই। - ক্রিকেট৯৭