এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আইসিসির এই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৯ কিংবা ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংলিশরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস। এদিকে ইংল্যান্ড আসার আগে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। জস বাটলার-জোফরা আর্চাররা বিশ্রামে থাকলেও সেই সময় অন্য কোন ক্রিকেট খেলতে পারবেন না। ফলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে স্থগিত হওয়া আইপিএল শুরু হলেও খেলা হচ্ছে না ইংল্যান্ডের তারকা ক্রিকেটারদের।
জাইলস বলেন, ‘আমাদের হাতে পূর্ণাঙ্গ সূচি রয়েছে। সেপ্টেম্বরে টেস্ট সিরিজ শেষ করার পর ১৯-২০ তারিখ নাগাদ আমরা বাংলাদেশ সফরে যাব।’
তিনি আরও বলেন, ‘বিশ্রাম দেওয়ার উদ্দেশ্য এই নয় যে, বাংলাদেশ সফরে না গিয়ে তারা অন্য কোথাও ক্রিকেট খেলবে। আমাদের সূচি মেনে চলতে হবে। দেখতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজের আগে যাতে ক্রিকেটাররা যথাযথ অবস্থায় থাকে।’
সূত্রঃ স্পোর্টসজোন২৪