বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার লজ্জার: জয়াসুরিয়া

ক্রিকেট দুনিয়া May 27, 2021 1,486
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার লজ্জার: জয়াসুরিয়া

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না শ্রীলংকা দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়া। তামিম বাহিনীর বিপক্ষে নিজে দেশের এমন নতজানু পারফরম্যান্সকে লজ্জাজনক হিসেবে দেখছেন বিশ্বকাপজয়ী এ তারকা অলরাউন্ডার। এ নিয়ে টুইটবার্তায় শ্রীলংকার বতর্মান দলকে সতর্কবার্তা দিয়েছেন তিনি।


বুধবার সিরিজ হারের পর কুশল পেরেরাদের উদ্দেশে জয়সুরিয়া লিখেছেন— ‘একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হওয়ার সুবাদে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। জাতির সম্মান ঝুঁকিতে রয়েছে ছেলেরা, শেষ ম্যাচে লড়াই চালাও।’


সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলংকা ঘুরে দাঁড়াবে এমনটিই প্রত্যাশা একসময়ের এই মারকুটে ওপেনারের। - যুগান্তর অনলাইন