রিভার্স সুইপ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে বিসিবি সভাপতি ও মুশফিকুর রহিম

ক্রিকেট দুনিয়া May 26, 2021 1,309
রিভার্স সুইপ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে বিসিবি সভাপতি ও মুশফিকুর রহিম

প্রায় প্রতিটি ম্যাচে ব্যাট হাতে সুইপ শট খেলতে দেখা যায় জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। অনেক সময়ে সুইপ করতে গিয়ে আউট হতে হয়েছে তাকে। যেমনটা হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে। সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু হঠাৎ করেই রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়ে যান মুশি।


এরপর মুশফিকুর রহিমের এই শট নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সে দিকে কান দিচ্ছেন না মুশফিকুর রহিম। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তুলে নিয়েছেন সেঞ্চুরি।


যদিও এই ম্যাচে সুইপ করতে দেখা যায়নি মুশফিকুর রহিমকে। শুধু তাই নয় দ্বিতীয় ম্যাচের পরবর্তী সংবাদ সম্মেলনেও জানিয়েছেন এর পরেও আরো সুইপ করবেন তিনি এই ইনিংস থেকে যদি কারও মনে হয়ে থাকে, ইচ্ছে করেই রিভার্স সুইপ খেলেননি মুশফিক, ম্যাচের পর সেই ভুল ভেঙে দিলেন তিনি নিজেই।


“ (হেসে) আমি মনে করি, এটা আমার প্রিয় শটগুলির একটি এবং আমার একটি শক্তির জায়গাও। এরকম পরিস্থিতি আসেনি (এই ম্যাচে), এলে অবশ্যই আবার খেলব এবং এটাও বলতে চাই, তৃতীয় ওয়ানডেতে পরিস্থিতি এলে একটা নয়, আরও চার-পাঁচটাও খেলতে পারব।”


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট