বাংলাদেশে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া May 25, 2021 1,992
বাংলাদেশে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে অস্ট্রেলিয়া

আসন্ন বাংলাদেশ সফরে টাইগারদের বিপক্ষে মোট পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকেটের পরাশক্তি দলটি জুলাইয়ে আসবে বাংলাদেশ সফরে। সিরিজ মাঠে গড়াবে আগস্টে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টাইগারদের প্রস্তুত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি।


এরই অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে ৫টি করা হয়েছে।


তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার সাথে আমাদের তিনটা ম্যাচ ছিল, আমরা পাঁচটা ম্যাচ করেছি, তারা রাজি হয়েছে। ৮ থেকে ৯ দিনের মধ্যে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা যতটা ভালো প্রস্তুতি নেওয়া যায় সেই চেষ্টা করছি।’


অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা ভারতে। তবে ভারতের করোনা পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন পড়েছে শঙ্কায়। ভেন্যু যে দেশই হোক, তা নিয়ে দুর্ভাবনা নেই বিসিবির।


আকরামের ভাষায়, ‘এটা তো ভারতের ওপর নির্ভর করছে, ওরা কী করতে চাচ্ছে। ভারত পারবে কি না, নাহলে শোনা যাচ্ছে দুবাইতেও হতে পারে। আমরা এসব নিয়ে না ভেবে প্রস্তুতি অনুযায়ী এগিয়ে যাচ্ছি।’


সূত্রঃ বিডিক্রিকটাইম