আগামী মাসেই জিম্বাবুয়ে সফর, দেখে নিন প্রস্তাবিত সূচি

ক্রিকেট দুনিয়া May 25, 2021 1,847
আগামী মাসেই জিম্বাবুয়ে সফর, দেখে নিন প্রস্তাবিত সূচি

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেও খুব বেশিদিন বিশ্রামে থাকতে পারবেন না বাংলাদেশি ক্রিকেটাররা। কারণ আগামী মাসেই ওয়ানডে, টি-টোয়েন্টি আর টেস্ট খেলতে যেতে হবে জিম্বাবুয়ে সফরে। এই সফরে স্বাগতিক দলের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা ছিল মুমিনুল হক বাহিনীর। তবে বিসিবি সূত্র জানিয়েছে যে টেস্টের সংখ্যা কমিয়ে একটি করা যাচ্ছে।


২৯ জুন জিম্বাবুয়ে পৌঁছাবে বাংলাদেশ দল। ৩ জুলাই থেকে শুরু হবে দলীয় অনুশীলন। ৭ জুলাই বুলাওয়েতে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট। সেই টেস্ট ম্যাচ শেষে দুই দল পাড়ি জমাবে হারারেতে। সেখানে অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় রঙিন পোশাকের ম্যাচ বাড়ানো হয়েছে।


ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এ ছাড়া টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৭ জুলাই। ২০১৩ সালের পর এবারই প্রথম জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। বলা বাহুল্য যে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে জিম্বাবুয়ে হলো বাংলাদেশের সেরা বন্ধু। যখন কেউ বাংলাদেশের সঙ্গে খেলতে চাইত না, তখনকার শক্তিশালী জিম্বাবুয়ে দল একের পর এক সিরিজ খেলতে।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন