প্রথম ওয়ানডে শেষ হয়েছে গত রবিবার (২৩ মে)। দ্বিতীয় ওয়ানডের আগে এবার বাংলাদেশের বায়োসেফটি বাবল বা জৈব সুরক্ষা বলয় নিয়ে অসন্তুষ্টি জানিয়েছে শ্রীলঙ্কা।
বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা থেকে অর্থাৎ জীবাণু সংক্রমণের ঝুঁকি এড়িয়ে দলবদ্ধভাবে জৈব সুরক্ষা বলয়ে থাকেন খেলোয়াড়রা। তাদের মধ্যে যেমন বাইরের কারও প্রবেশের সুযোগ নেই, তেমনি তাদেরও বাইরে যাওয়ার সুযোগ নেই।
তবে লঙ্কানরা অভিযোগ করেছেন, বাংলাদেশে তাদের জৈব সুরক্ষা বলয়ে বাইরের মানুষেরও মিশ্রণ ঘটছে। এই মর্মে বায়োবাবলে অসন্তোষ জানিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
ঢাকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই আছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। শ্রীলঙ্কার দলীয় সূত্রের অভিযোগ, হোটেলটি দুই দলের জন্য বিশেষায়িত নয়। হোটেলটি সাধারণ মানুষও ব্যবহার করছেন, ফলে রয়েছে ভাইরাস সংক্রমণের ঝুঁকি, এমনই দাবি তাদের। যদিও রবিবার দলটির টিম ম্যানেজার বায়োবাবল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন।
সূত্র জানায়, অভিযোগ করা হয়েছে, হোটেলের পাব এবং কফিশপ জনসাধারণের ব্যবহারের সুযোগ রয়েছে। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে হোটেল কর্তৃপক্ষকেও নাকি অবহিত করা হয়েছে। - বিডিক্রিকটাইম