দেখে নিন আইসিসি সুপার লিগের সর্বশেষ পয়েন্ট টেবিল

ক্রিকেট দুনিয়া May 24, 2021 1,188
দেখে নিন আইসিসি সুপার লিগের সর্বশেষ পয়েন্ট টেবিল

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে পেয়ে জয়লাভ করেছে টাইগাররা। আজ প্রথম ওয়ানডে ম্যাচের শুরুতেই টসে জিতে ব্যাট করতে নেমে তামিম-মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরিতে ২৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।


এই জয়ের ফলে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিনটি ম্যাচে জয়লাভ করে টাইগাররা।


এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ হারলেও শ্রীলঙ্কা সিরিজ দারুণ সূচনা করেছে বাংলাদেশ। আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশের উপরে রয়েছে ইংল্যান্ড পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। তারা সবাই বাংলাদেশের সমান চারটি করে ম্যাচে জয়লাভ করেছে।


বাংলাদেশের পরেই রয়েছেন নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। তারা সবাই জয়লাভ করেছে তিনটি করে ম্যাচ। তবে তিনটি ম্যাচে জয়লাভ করলেও প্ল্যান্টি ওভারে ১ পয়েন্ট হারিয়ে ২৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ভারত।


নবম স্থানে রয়েছে জিম্বাবুয়ে এবং দশম স্থানে রয়েছে আয়ারল্যান্ড। তারা সবাই জয়লাভ করেছে একটি করে ম্যাচ। প্ল্যান্টি ওভারে ১ পয়েন্ট হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। (-২) পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে শ্রীলঙ্কা।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট