শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুতেই আউট হন লিটন দাস। দুশমন্ত চামিরার বলে স্লিপে ক্যাচ দেন কোন রান না করে। ৪৩ ওয়ানডে ক্যারিয়ারে সপ্তমবার শূন্য রানে ফিরলেন এই ওপেনার।
সর্বশেষ ৭ ইনিংসে লিটনের ব্যাটে ছিল না কোন ৩০ পেরনো ইনিংস। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাই ইঙ্গিত দিয়ে রাখলেন, ওপেনিংয়ে জায়গা হারাচ্ছেন লিটন। পাপনের ধারনা, লিটন আসলে ওপেনার নন!
রোববার পাপন বলেন, ‘আমার ব্যক্তিগত মত হলো লিটন সব সময় পাঁচ-ছয় নম্বরে ভালো। যেটা আমার ধারণা। টি-টোয়েন্টিতে ওপেন করতে পারে। কিন্তু এমনিতে বাকি সব ফরম্যাটে (টেস্ট ও ওয়ানডেতে) ও পাঁচ-ছয় নম্বরে ভাল।
কিন্তু এইগুলা নিয়ে ওদের সঙ্গে বসতে হবে। বসে কথা বলতে হবে। উপর থেকে চাপিয়ে দিতে চাচ্ছি না। আগে যেটা হতো এখন আর সেটা করি না।’
৪৩ ম্যাচের ক্যারিয়ারে ২৯ ম্যাচ ওপেন করেছেন লিটন। ক্যারিয়ার সেরা ১৭৬ রানসহ এই পজিশনে তার রান ৮৪৩। তিন সেঞ্চুরির সবগুলোই এসেছে ওপেন করে। - এসএনপি স্পোর্টস