প্রথম ওয়ানডে ম্যাচ খেলে দেশে ফিরে যেতে চাচ্ছে শ্রীলঙ্কা!

ক্রিকেট দুনিয়া May 23, 2021 1,377
প্রথম ওয়ানডে ম্যাচ খেলে দেশে ফিরে যেতে চাচ্ছে শ্রীলঙ্কা!

হঠাৎ করেই আজ সকালে অনিশ্চিত হয়ে পড়েছিল বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। সকালে হঠাৎ করেই জানা যায় করোনায় পজিটিভ এসেছিল লঙ্কান দলের তিন সদস্য। তারা হলেন শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ চামিন্ডা ভাস ও দুই ক্রিকেটার ইসুরু উদানা ও শিরান ফার্নান্দোর।


পরে অবশ্য আরেকটি পরীক্ষায় ভাস আর উদানার করোনা নেগেটিভ এলেও শিরান এখনো পজিটিভ। তবে কিছুক্ষণ আগেই জানা গিয়েছে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। তবে আবারও সংশয় তৈরি হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ নিয়ে। ‌


এর মধ্যেই নতুন করে আবারো আলোচনায় এসেছে লঙ্কান ক্রিকে দল নাকি এ সফরটা এগিয়ে নিতে চাইছে না। তাদের মূল দুশ্চিন্তা আগামী মাসে ইংল্যান্ড সফর নিয়ে। তবে বিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কান দলের তরফ থেকে এখন পর্যন্ত এ ধরনের কিছু তাদের বলা হয়নি।


তবে এখনো এই বিষয়ে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।


বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন , ‘এখন পর্যন্ত শ্রীলঙ্কান দলের কাছ থেকে এমন কিছু আমাদের বলা হয়নি। তাদের দলের তিন সদস্য করোনা পজিটিভ হওয়ার পর কিছুটা সংশয় তৈরি হয়েছিল। তবে আপাতত সেটি কেটে গেছে।’


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট