করোনা পজিটিভ ‘৩’ শ্রীলঙ্কান, অনিশ্চয়তার প্রথম ওয়ানডে

ক্রিকেট দুনিয়া May 23, 2021 1,631
করোনা পজিটিভ ‘৩’ শ্রীলঙ্কান, অনিশ্চয়তার প্রথম ওয়ানডে

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। লঙ্কান শিবিরে করোনা হানা দেওয়ায় ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে সংশয়। বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা জাতীয় দল এখন বাংলাদেশ সফরে।


১৬ মে বাংলাদেশে পৌঁছানোর পর তিন দিন রুম কোয়ারেন্টিনে ছিলেন দলটির সব সদস্য। এরপর অনুশীলনের সুবিধা পেলেও বাইরের পৃথিবী থেকে আলাদা ছিলেন সবাই, ছিলেন জৈব সুরক্ষা বলয়ে বা বায়োসেফটি বাবলে।


তবে রুটিনমাফিক করোনা পরীক্ষায় সেই বলয়েরই ৩ জন সদস্যের দেহে মিলেছে ছোঁয়াচে এই ভাইরাসের উপস্থিতি। এই ৩ জন হলেন- বোলিং কোচ চামিন্দা ভাস এবং স্কোয়াডের সদস্য পেস বোলিং অলরাউন্ডার ইসুরু উদানা ও নতুন মুখ পেসার শিরান ফার্নান্দো।


এদের মধ্যে শিরান বাংলাদেশ সফরে আসার আগে করোনা আক্রান্ত হয়ে সেরে ওঠেন। এত কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। তাই এই রিপোর্ট ফলস পজিটিভ কিনা সেই প্রশ্নও উঠছে।


লঙ্কানরা বাংলাদেশে এসেছিলেন সাধারণ ফ্লাইটে করে, অর্থাৎ অন্যান্য যাত্রীবাহী বিমানে। ভাস ও উদানার করোনায় আক্রান্ত হওয়ার সুযোগ তাই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশে এসে অবশ্য এই পরীক্ষার আগে আরও কয়েকটি করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে সফরকারীদের। সেসব পরীক্ষায় বহরের সবাই-ই ছিলেন করোনা নেগেটিভ।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রবিবার (২৩ মে) স্থানীয় সময় বেলা সোয়া এগারোটার দিকে প্রথম ম্যাচ বা সিরিজের ভাগ্য নির্ধারণ করবে। - বিডিক্রিকটাইম