সাত নম্বর ব্যাটিং পজিশনে কে? আফিফ, মেহেদী নাকি মোসাদ্দেক?

ক্রিকেট দুনিয়া May 22, 2021 690
সাত নম্বর ব্যাটিং পজিশনে কে? আফিফ, মেহেদী নাকি মোসাদ্দেক?

আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ার কারণে এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ দুই দেশের জন্য। তাই সেরা একাদশ নিয়েই আগামীকাল মাঠে নামবে দুই দল।


দীর্ঘদিন ধরেই জাতীয় দলের ৭ নম্বর ব্যাটিং পজিশন নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। এমনকি এই ব্যাটিং পজিশনে খেলেছেন টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। তিনিও ব্যর্থ হয়েছেন এই জায়গায়।


মূলত এই জায়গাটি শেষের দিকে দ্রুত রান তুলতে পারে এমন একজন ব্যাটসম্যানের জন্য। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর এই জায়গায় একজন তরুণ ক্রিকেটারকে চান প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। জাতীয় দলের ৭ নম্বর ব্যাটিং পজিশনে শ্রীলঙ্কা সিরিজে দেখা যেতে পারে আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান এবং মোসাদ্দেক হোসেন সৈকত-এর মধ্যে যেকোনো একজনকে।


বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে দুইজন আফিফ হোসেন এবং শেখ মেহেদী হাসান। রঙিন পোশাকে বাংলাদেশ দলে তাদের প্রায়ই দেখা যাচ্ছে। গত নিউজিল্যান্ড সিরিজে একাদশে ছিলেন শেখ মেহেদী হাসান। তাই এই সিরিজে ও তার হাতে থাকার সম্ভাবনা একটু বেশি।


তবে শনিবার কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমরা সাত নম্বরের জন্য এমন কাউকে চাচ্ছিলাম যে ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন করতে পারবে। আফিফ, মোসাদ্দেক, মাহেদীকে এই ভাবনা থেকেই দলে নেওয়া হয়েছে।


সৌম্য পেস বোলিং পারে, সে টপ অর্ডারেও আসতে পারে। মোসাদ্দেক লোয়ার মিডল অর্ডারে প্রতিদ্বন্দ্বিতা করবে। সে এমন কেউ যে ম্যাচ শেষ করে আসতে পারবে, ভালো ফিল্ডার, বোলিং-ব্যাটিং পারে, ভালো প্যাকেজ।’


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট