১৬১ কোটি টাকায় টিভি স্বত্ত বিক্রির এবার চওড়া মূল্যে হোম সিরিজের টাইটেল স্পন্সর বিক্রি করল বিসিবি। আজ নিলামে দুই বছরের বেশি সময়ের জন্য সর্বোচ্চ মূল্য ৩২ কোটি ৫৫ লাখ টাকায় হোম সিরিজের টাইটেল স্পন্সর বিসিবির কাছ থেকে কিনে নেয় ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন জানান, টাইটেল স্পন্সরশিপের জন্য ২৬ কোটি টাকা ফ্লোর প্রাইজ নির্ধারণ করেছিলেন তারা। সেখান থেকে সর্বোচ্চ মূল্য হাঁকিয়ে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম টাইটেল স্পন্সর কিনে নেয়।
তাদের কাছ থেকে স্পন্সরশীপ কিনে নিয়েছে আলেশা হোল্ডিংস ও ওয়ালটন। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের আগের দিন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে স্পন্সর হিসেবে ওয়ালটন এবং আলেশার নাম ঘোষণা করে বিসিবি।
২৮ মাসের স্পনরশিপ চুক্তির যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে শ্রীলঙ্কা সিরিজের নাম ‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১-বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, প্রেজেন্টেট বাই-আলেশা মার্ট, পাওয়ার্ড বাই-ওয়ালটন।’ তাদের সঙ্গে বিসিবির চুক্তি থাকছে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত।
মাত্রা-কনসোর্টিয়ামের মানেজিং পার্টনার সানাউল আরেফিন বলেন, নিলামে সবচেয়ে বেশি দাম নিয়ে সত্ত্ব কিনে নেন তারা, ‘বিসিবিকে ধন্যবাদ, আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। আমরা বিসিবিকে ৩২ কোটি ৫৫ লাখ টাকা দিয়েছি। ২০২৩ সাল পর্যন্ত আমরা এর দায়িত্ব পালন করবো।’
সূত্রঃ স্পোর্টসজোন২৪