ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সূচি ও ভেন্যু চূড়ান্ত

ক্রিকেট দুনিয়া May 21, 2021 770
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সূচি ও ভেন্যু চূড়ান্ত

ক্যারিবিয়ান ক্রিকেটারদেরকে টি-২০’র বিজ্ঞাপন বলা হয়। ক্রিস গেইল, পোলার্ডদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নবম আসর শুরু হচ্ছে করোনাভাইরাসকে জয় করে। আয়োজকেরা এরই মধ্যে টুর্ণামেন্টটির সূচি চূড়ান্ত করা হয়েছে।


আগামি আগামী ২৮ আগস্ট শুরু হবে ক্যারিবিয়ান লিগ। শেষ হবে একই বছরের ১৯ সেপ্টেম্বর। মোট ৩৩ ম্যাচের এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগের ম্যাচগুলো হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে।


২০১৩ সাল থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পথচলা শুরু হয়েছে। টুর্ণামেন্টটিতে সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।


সিপিএলের সূচি ও ভেন্যু চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করে সিপিএলের চিফ অপারেটিং অফিসার পেটে রাসেল বলেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত যে ২০২১ সালের টুর্নামেন্টের উইন্ডো চূড়ান্ত করতে পেরেছি। আমি সেন্ট কিস অ্যান্ড নেভিস সরকারকে ধন্যবাদ জানাই এই বছরের আসরটি আয়োজন করতে রাজি হওয়ায়।


ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ এত ব্যস্ত সূচির মধ্যেও তারা আমাদের জন্য জায়গা করে দিতে সাহায্য করেছেন। আমরা আবারও একটি সফল আসর আয়োজনের আশা করছি।’


সূত্রঃ এসএনপি স্পোর্টস