শ্রীলংকার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়লাভ করতে চান মোস্তাফিজ

ক্রিকেট দুনিয়া May 19, 2021 424
শ্রীলংকার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়লাভ করতে চান মোস্তাফিজ

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয়লাভ করতে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ কে সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে পুরোদমে অনুশীলন। ভারত থেকে ফিরে দীর্ঘদিন পর আজ বল হাতে মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান।


অনুশীলনের ফাঁকে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে মুস্তাফিজুর রহমান জানিয়েছেন এই সিরিজে শতভাগ জয়লাভ করতে চায় বাংলাদেশ। এছাড়াও ঘরের মাঠে শ্রীলংকার থেকে বাংলাদেশকে এগিয়ে রাখছেন তিনি।


যদিও সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে বাংলাদেশ সিরিজে একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে এসেছে শ্রীলঙ্কা। এর আগেও এই ফরমুলা কাজে লাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।


তবে যে দলই আসুক না কেন ঘরের মাঠে তাদেরকে হারাতে প্রস্তুত টাইগাররা এমনটাই জানিয়েছেন মুস্তাফিজ। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে মোস্তাফিজুর রহমান বলেন, “সম্ভব তো শতভাগ জয় দেখছি। এখন আমাদের পারফর্ম করাটাই গুরুত্বপূর্ণ”।


“আমাদের দেশে আমরা বেশি ম্যাচ জিতেছি, তাই এটাই অবশ্যই আমরা এগিয়ে থাকব ওই দিক থেকে। আমি কোনোটাই ছোট দেখি না। দিনশেষে আমাদের জিততেই হবে। আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলছে, কেউ ছোটখাটো নয়। আমার মনে হয়, আমরা দুই দল সমান”।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট