প্রস্তুতি ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে টাইগাররা

ক্রিকেট দুনিয়া May 19, 2021 545
প্রস্তুতি ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে টাইগাররা

শুরু হয়েছে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত প্রস্তুতি। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা করতে পারেনি টাইগাররা। তবে আজ দ্বিতীয় দিনের মতো আবারো অনুশীলন করবে ক্রিকেটাররা।


আজ অনুশীলনের পর আগামীকাল একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে সাকিব-তামিমরা। আগামীকাল সকালে বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।


প্রস্তুতি ম্যাচের পর আগামী ২৩ মে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৮ মে। সব কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২:৩০ মিনিটে।


শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াড

তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট