অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল

ক্রিকেট দুনিয়া May 4, 2021 787
অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল

করোনা ধাক্কায় আপাতত স্থগিত রাখা হচ্ছে আইপিএল। ফের কবে শুরু হবে তা এখনও জানানো হয়নি। একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।


সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার। যার জেরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতার ম্যাচটি বাতিল করতে হয়েছে।


চেন্নাই সুপার কিংস শিবিরেও করোনা হানা দিয়েছে। এমন কী দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামের মাঠকর্মীরাও করোনায় আক্রান্ত হয়েছেন।


জানা গিয়েছে, সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা এবং দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রার রিপোর্ট মঙ্গলবারই পজিটিভ আসে। তারপরেই টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিতে বাধ্য হয় বিসিসিআই।


এ ব্যাপারে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, একের পর এক ক্রিকেটার, কোচিং স্টাফদের করোনা পজিটিভ হওয়ার কারণে সবার স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করেই আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪