কলকাতার পর এবার করোনায় আক্রান্ত চেন্নাইয়ের তিন সদস্য

ক্রিকেট দুনিয়া May 3, 2021 1,152
কলকাতার পর এবার করোনায় আক্রান্ত চেন্নাইয়ের তিন সদস্য

সারা ভারত জুড়ে বর্তমান সময়ের ক’রোনার যে প্রকোপ তা এবার আঘাত হেনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরে। কলকাতার বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়ের কো’ভিড -১৯ পজিটিভ পাওয়ার পরে আবারও এই ভাইরাসের ধাক্কা খেয়েছিল চেন্নাই সুপার কিংস দলের তিন সদস্যও।


জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবর মতে সিএসকে-র তিন সদস্য কোভিড পজিটিভ বলে প্রমাণিত হয়েছে, যদিও কোনও খেলোয়াড়ই এতে জড়িত নেই।


জানা গিয়েছে, গত রবিবার করোনা পরীক্ষায় ফলাফলে মিলেছে, চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন, বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি এবং বাস পরিস্কার করা এক কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।


আর আজ আবারও তারা টেস্ট করিয়েছেন, এবং এতে যদি আবার পজিটিভ আসেন, তাহলে আইসোলেশনে চলে যেতে হবে এই তিন সদস্যকে। - স্পোর্টসজোন২৪