একের পর এক হার। কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সে রীতিমতো বিরক্ত দলের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে কলকাতা। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর নিজেকে আর সংযত রাখতে পারেননি তিনি। দলের প্লেয়ারদের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন ম্যাকালাম।
ম্যাচ শেষে নাইট কোচ বলে দেন, ‘এটা খুবই হতাশাজনক।’ এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘আমার মনে হয়, একজন প্লেয়ার হিসেবে, তোমাকে বাছাই করা হচ্ছে যখন, তখন স্বাধীনতা, আত্মবিশ্বাস, আনুগত্য দেওয়া হচ্ছে।
যাতে তুমি মাঠে আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে পারো। এবং টিমকে সাফল্য এনে দিতে পারো। এটাই আমি এবং আমার অধিনায়ক (ইয়ন মর্গ্যান) প্লেয়ারদের বুঝিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই রেজাল্ট পাইনি। আমাদের যেটা খুবই প্রয়োজন, সেটাই পাচ্ছি না।’
এই প্রসঙ্গে তিনি দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ’র প্রসঙ্গ টেনে বলেছেন, ‘আমরা যেটা পৃথ্বী শ’র মধ্যে দেখতে পেলাম। আমরা যে রকম চাই, ঠিক সে রকম নিখুঁত ভাবে টিমের জন্য ও খেলেছে। হয়তো তুমি প্রতিটা বলে চার বা ছয় মারতে পারবে না।
কিন্তু সেটা করার ইচ্ছেটুকু অন্তত থাকবে। বিশেষত যখন তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে।কিন্তু তুমি যখন রান কর না, তখন খেলাটা খুবই কঠিন হয়ে যায়। আমরা সে ভাবে কোনও শটই খেলতে পারিনি।’
এর সঙ্গেই পরের ম্যাচ টিমে বড় পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন ম্যাকালাম। তিনি বলেছেন, ‘যদি একজন মানুষকে পাল্টানো না যায়, তা হলে তাঁকে বদলে ফেলতে হবে। স্বভাবতই পরের ম্যাচে কিছু পরিবর্তন করতে হবে। কিছু নতুন প্লেয়ার দলে ঢুকবে। যারা চেষ্টা করবে রেজাল্ট দিতে।’
সূত্রঃ স্পোর্টসজোন২৪