শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শেষে আজ (২৮ এপ্রিল) আইসিসি র্যাংকিং হালনাগাদ করেছে। যেখানে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে লিটন দাস। উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকদের।
পাল্লেকেলেতে বাংলাদেশের প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ১৬৩ রানের ইনিংস খেলেন শান্ত। যার ফলে ২১ ধাপ এগিয়ে ১১৫ নম্বরে লাফ দিয়েছেন তিনি৷ এছাড়া ১২৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক মুমিনুল হক। বিদেশের মাটিতে প্রথম শতক হাঁকিয়ে মুমিনুল হকের উন্নতি হয়েছে ৫ ধাপ। ৩৬ নম্বর থেকে ৩১ নম্বরে আছেন তিনি।
এছাড়া এই টেস্টে অর্ধশতক হাঁকানো লিটন দাস ক্যারিয়ার সেরা রেটিং (৫০৯) নিয়ে ৫৫ নম্বরে আছেন। ৬৪০ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে আছেন মুশফিকুর রহিম, ৫৯৬ রেটিং নিয়ে ৩৬ নম্বরে তামিম ইকবাল। এছাড়া এই সিরিজে না থাকা সাকিব আল হাসান আছেন ৩৬ নম্বরে।
অন্যদিকে স্বাগতিক শ্রীলঙ্কার পক্ষে ২৪৪ রানের ইনিংস খেলেন লঙ্কান দলপতি দিমুথ করুনারত্নে আছেন ১৫ নম্বরে। ১৬৬ রানের ইনিংস খেলা ধনঞ্জয়া ডি সিলভার আছেন ২৮ নম্বরে৷ - স্পোর্টসজোন২৪