করোনার কারণে স্থগিত থাকা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফের মাঠে গড়াবে ১ জুন। তার আগে আসরের ছয় ফ্র্যাঞ্চাইজি বিদেশি কোটায় বেশ কিছু বদলি খেলোয়াড় নিশ্চিত করল। এই তালিকায় বেশ কিছু বড় নামই আছে। বাংলাদেশ থেকে রয়েছেন তিন ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস।
মঙ্গলবার রাতে বদলি খেলোয়াড়দের ড্রাফট থেকে দল পুনর্গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সাকিব খেলবেন লাহোর কালান্দার্সে। আফগান লেগ স্পিনার রশিদ খানের বদলি হিসেবে এই অলরাউন্ডারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। লিটন দাসকে নিয়েছে করাচি কিংস। মুলতান সুলতানসে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ।
দেখে নেয়া যাক লাহোর, করাচি ও মুলতানের ম্যাচগুলোর সূচি
• লাহোর কালান্দার্স
১ জুন – লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড (রাত ৯টা) ৪ জুন – পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স (রাত ৯টা)৭ জুন – কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম লাহোর কালান্দার্স (রাত ৯টা)৯ জুন – ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্স (রাত ৯টা)১২ জুন – করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স (রাত ১১টা)১৪ জুন – মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দারসস (রাত ৯টা)
• করাচি কিংস
২ জুন – মুলতান সুলতানস বনাম করাচি কিংস (রাত ৯টা)৫ জুন – ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস (সন্ধ্যা ৬টা)৬ জুন – পেশোয়ার জালমি বনাম করাচি কিংস (রাত ৯টা)১০ জুন – কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম করাচি কিংস (রাত ৯টা)১২ জুন – করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স (রাত ১১টা)
• মুলতান সুলতানস
২ জুন – মুলতান সুলতানস বনাম করাচি কিংস (রাত ৯টা)৫ জুন – মুলতান সুলতানস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস (রাত ১১টা)৮ জুন – মুলতান সুলতানস বনাম পেশোয়ার জালমি (রাত ৯টা)১১ জুন – মুলতান সুলতানস বনাম ইসলামাবাদ ইউনাইটেড (রাত ৯টা)১৪ জুন – মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দারসস (রাত ৯টা)
উল্লেখ্য, ১৪টি ম্যাচ হওয়ার পর এ বছরের মার্চে পিএসএল স্থগিত হয়ে যায়। ফাইনালসহ বাকি ২০ ম্যাচ করাচি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। - স্পোর্টসজোন২৪