পিএসএলে দল পেলেন সাকিব, রিয়াদ ও লিটন

ক্রিকেট দুনিয়া April 28, 2021 805
পিএসএলে দল পেলেন সাকিব, রিয়াদ ও লিটন

গত মার্চে কো’ভিড-১৯ সংক্রমণ বাড়ার কারণে মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ পিএসএলের ষষ্ঠ আসর। বন্ধ হওয়ার আগে অনুষ্ঠিত হয় ১৪টি ম্যাচ।


এদিকে আসরের বাকি ২০টি ম্যাচের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে আয়োজকরা। আগামী ১ জুন থেকে আবার মাঠে গড়াবে বাকী ম্যাচগুলো আর ফাইনাল ম্যাচ হবে ২০ জুন।


এদিকে দলগুলোকে নতুন করে পরিবর্তিত খেলোয়াড় ভিড়ানোর সুযোগ নিচ্ছে আয়োজকরা। নতুন প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে বদলি খেলোয়াড় দলে ভেড়াতে পারবে দলগুলো।


ভার্চুয়াল সেশনের মাধ্যমে ১৩২ জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট।এই প্লেয়ার্স ড্রাফট বাংলাদেশের খেলোয়াড়দের মধ্য থেকে দল পেলেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাশ।


প্লাটিনাম ক্যাটাগরি থেকে সাকিবকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। আর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাকে দলে ভিড়িয়েছে মুলতান সুলতান।


আর সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি এই ওপেনার লিটন দাশকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। - স্পোর্টসজোন২৪