একে তো গরম, তার উপর উইকেটটাও ব্যাটসম্যানদের পক্ষে। এমন উইকেটে টানা ভালো বল করে যাওয়া মুখের কথা নয়। সদ্য সমাপ্ত ক্যান্ডি টেস্টে সেই কাজটিই করে দেখিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশি পেসারের এই নিবেদন দেখে মুগ্ধ শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন।
শ্রীলঙ্কার ইনিংসে ৩০ ওভার বল করেছেন তাসকিন। ৬টি ছিল মেডেন ওভার, শিকার করেছেন ৩টি উইকেট। যখনই বল হাতে ক্রিজে এসেছেন, লাইন লেন্থ ঠিক রাখার চেষ্টা করেছেন, প্রয়াস দিয়েছেন গতি বেশি রাখার।
তাসকিনের এমন প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত সুজন। তিনি বলেন, ‘তাসকিন যেভাবে বল করেছে, অনেক ভালো লাগছে। এবাদতও একটা পেসে বল করেছে, জোরে বল করার চেষ্টা করেছে। এফোর্ট দিয়েছে। গরমে এত সহজ ছিল না। তাসকিন তো প্রায় ৩০ ওভারের মত বল করেছে। গ্রেট এফোর্ট। সবসময় যেটা হয়- ৩০ ওভার বোলিংয়ের মত বোলিং হয়। কিন্তু তাসকিন পুরো এফোর্ট দিয়েছে। আমি অনেক অনেক খুশি।’
প্রথম ম্যাচের উইকেটে বোলারদের জন্য ছিল না কোনো সুবিধাই। সুজনের প্রত্যাশা, এই ম্যাচের ম্যাড়মেড়ে উইকেট দেখে পরের ম্যাচে ভিন্নতা আনবেন কিউরেটররা। আগামী ২৯ এপ্রিল একই ভেন্যুতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। - বিডিক্রিকটাইম