আইপিএলের পিচকে আবর্জনা বললেন বেন স্টোকস

ক্রিকেট দুনিয়া April 25, 2021 820
আইপিএলের পিচকে আবর্জনা বললেন বেন স্টোকস

আঙুল ভেঙে পুরো আইপিএল থেকেই ছিটকে গেছেন রাজস্থান রয়্যালসের ইংলিশ অল্প বেন স্টোকস, কিন্তু ঠিকই চোখ রাখছেন টুর্নামেন্টে। তবে নিজের খেলা ও দেখার অভিজ্ঞতা থেকে আইপিএলের পিচকে আবর্জনার সাথে তুলনা করেছেন বেন স্টোকস, আরও খারাপ না হওয়ার আশা করেছেন।


চেন্নাইয়ের পিচ ব্যাটারদের জন্য রহস্যময় হয়ে উঠেছে, নাম সর্বস্ব ও পার্টটাইম বোলারদের কাছেও নাভিশ্বাস উঠে যাচ্ছে তাদের। প্রতিটি রান করতেই রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে, অল্প রানের লক্ষ্যেও জয় বঞ্চিত হচ্ছে দলগুলো। মুম্বাই ইন্ডিয়ানস, কলকাতা নাইট রাইডার্সের মতো দলও ১৩০/৪০ এ আটকে যাচ্ছে, হেরে যাচ্ছে অবিশ্বাস্য সব ম্যাচ।


এমন প্রেক্ষাপটে এক টুইট বার্তায় এবারের আইপিএলের পিচকে আবর্জনার সাথে তুলনা করেছেন বেন স্টোকস। টুইট বার্তায় তিনি লিখেন, “আইপিএল চলতে চলতে পিচ যেন আরও খারাপ না হয়ে যায়। ১৬০/১৭০ রানও উঠছে না, ১৩০/১৪০ রানে থামতে হচ্ছে মানে এটা পিচ নয় যেন আবর্জনা।”


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি