স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এখনো চালকের নিয়ন্ত্রণে বাংলাদেশ। তবে ধীরগতির ব্যাটিংয়ে ইনিংস ঘোষণায় বিলম্ব হওয়া এবং বোলারদের নিষ্প্রাণ বোলিংয়ে ম্যাচ জয় নিয়ে কিছুটা সংশয় আছে। তৃতীয় দিন শেষে ম্যাচের যা অবস্থা তাতে ড্রয়ের পথে এগুচ্ছে প্রথম টেস্ট।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৭ উইকেটে ৫৪১ রানের জবাবে তৃতীয় দিন শেষে স্বাগতিকরা ৭৩ ওভারে ৩ উইকেটে ২২৯ রান তুলেছে। এই ম্যাচ জিততে হলে বাকী দুই দিনে স্বাগতিকদের আরো ১৭ উইকেট নিতে হবে। ফলোঅন করাতে হবে।
জয় পেতে হলে প্রতিপক্ষকে অলআউট করার বিকল্প নেই টাইগারদের। তবে উইকেটের অবস্থা এবং বাংলাদেশের বোলারদের এমন নিষ্প্রাণ বোলিংয়ে দুই দিনে প্রতিপক্ষকে দু’বার অলআউট করা কতটুকু সম্ভব এ নিয়েই চলছে আলোচনা।
বাংলাদেশের অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান মনে করেন এখনো ম্যাচ জয় সম্ভব। তার জন্য গুরুত্বপূর্ণ চতুর্থ দিন সকালের দুই সেশন। দ্রুত প্রতিপক্ষকে চেপে ধরতে হবে। বোলারদেরকে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে। ফলোঅন করাতে পারলেই ম্যাচ জেতা সম্ভব বলে মনে করেন এই অভিজ্ঞ কোচ। দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।
সারোয়ার ইমরান বলেন, ‘লঙ্কান ব্যাটিংয়ের ওপর প্রবল আঘাত হানতে হবে। কাল সকালের প্রথম ঘন্টা ও লাঞ্চের আগে যদি আরও তিন থেকে চার উ্ইকেটের পতন ঘটানো সম্ভব হয়, তাহলে লঙ্কানরা চাপে পড়ে যাবে।
তখন যদি স্পিনাররা আরও বল ঘোরাতে পারে ,তাহলে ফলোঅনে ফেলা যেতেও পারে।’ ইমরানে সোজাসাপ্টা কথা, ‘ম্যাচ জিততে হলে শ্রীলঙ্কাকে ফলোঅনে ফেলতে হবে। ফলোঅনে ফেলতে না পারলে জেতা কঠিন।’
বাংলাদেশের ফোলারদের নিখুঁত লাইন-লেন্থে বল ফেলতে হবে জানিয়ে তিনি আরো বলেন, ‘উইকেটে এখনই ধুলো উড়তে শুরু করেছে। শেষ সেশনে পেসারদের বল যেখানে পড়েছে, সেখানেই কিছু না কিছু ধুলো উড়তে দেখা গেছে। এটা খুবই ইতিবাচক। এতে করে পেসারদের বলের কার্যকারিতা বাড়বে।’
সূত্রঃ এসএনপিস্পোর্টস