সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচনার জবাব দিলেন শান্ত

ক্রিকেট দুনিয়া April 21, 2021 1,205
সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচনার জবাব দিলেন শান্ত

দুর্দান্ত ব্যাট করছিলেন ওপেনার তামিম ইকবাল। হাফসেঞ্চুরির পর ইনিংসটাকে শতকের দিকে নিয়ে যাচ্ছিলেন। খেলছিলেন লম্বা শট। কিন্তু নার্ভাস নাইনটিতে আউট হয়ে হতাশ করলেন সমর্থকদের।


কিন্তু সতীর্থ সিনিয়রের ভুল থেকে মাঠেই শিক্ষা নিলেন নাজমুল হোসেন শান্ত। ঠিকই তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন।২৩৬ বলে শতক পূরণ করলেন শান্ত। টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির মুখ দেখলেন এই টপঅর্ডার ব্যাটসম্যান।


তামিমের পর শান্তর শতকে ভর করে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৬৯ রান। অন্যপ্রান্তে শান্তকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন অধিনায়ক মোমিনুল হক। শান্তর সেঞ্চুরি পর হাফসেঞ্চুরিতে পৌঁছুলেন মুমিনুল।


সূত্রঃ যুগান্তর অনলাইন