দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাল্লেকেলেতে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক।
বাংলাদেশের ইনিংস উদ্বোধনে তামিম ইকবালের সাথে রাখা হয়েছে সাইফ হাসানকে। সাম্প্রতিক পড়তি পারফর্মের জন্য একাদশ থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম। তবে তিনে আছেন নাজমুল হাসান শান্ত। উইকেটরক্ষক হিসেবে আছেন লিটন দাস।
বাংলাদেশ একাদশে বোলিং আক্রমণে রাখা হয়েছে ২ জন স্পিনার ও ৩ জন পেসার। স্পিনার আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ৩ জন পেসার আছেন, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, তাসকিন আহমেদ।
বাংলাদেশের একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ এবং আবু জায়েদ রাহি।
শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারাত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, দীনেশ চান্দিমাল/নিশাঙ্কা পাথুম, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।
সূত্রঃ বিডিক্রিকটাইম/ ক্রিকফ্রেন্জি