যেসব চ্যানেলে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

ক্রিকেট দুনিয়া April 20, 2021 1,057
যেসব চ্যানেলে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় বাংলাদেশ দল। একদিন পরই প্রথম টেস্টে মাঠে নামছে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশ। আর এই সিরিজ দেখা যাবে বাংলাদেশের দুটো চ্যানেলে। সেই সাথে দেখা ইউটিউবে।


সিরিজের দুটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে প্রথম ক্রীড়া চ্যানেল টি-স্পোর্টস। সেই সাথে দেখাবে গাজী টেলিভিশনও। এছাড়া মোবাইলে দেখতে পারবেন গাজী টেলিভিশনের পার্টনার র‍্যাবিটহোলবিডির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।


ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল।


দ্বিতীয় টেস্ট একই মাঠে শুরু ২৯ এপ্রিল। দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যদিও ম্যাচের ফল টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে কোনো প্রভাব ফেলবে না।


এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ। সেখানে নিজেদের শততম টেস্টে লঙ্কানদের হারিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র হয়েছিল। - স্পোর্টসজোন২৪