চেন্নাইয়ের বিপক্ষে একাদশে পরিবর্তনের আভাস দিলেন ম্যাককালাম

ক্রিকেট দুনিয়া April 19, 2021 829
চেন্নাইয়ের বিপক্ষে একাদশে পরিবর্তনের আভাস দিলেন ম্যাককালাম

চলতি আইপিএলে টানা দুই ম্যাচে হারের তিক্ততা পেল কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে রোববার ৩৮ রানে হেরেছে তারা। ব্যাঙ্গালোরের দেওয়া ২০৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতার ইনিংস থেমে গেছে ৮ উইকেটে ১৬৬ রানে।


এই ম্যাচে বল হাতে খরুচে ছিলেন কলকাতার অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর ব্যাট হাতে ২৫ বলে ২৬ রান করলেও সেটা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। তাই পরের ম্যাচে দল থেকে বাদ পড়তে পারেন সাকিব। এমন ইঙ্গিত দিয়ে রাখলেন কলকাতার কোচ ব্রেন্ডন ম্যাককালাম।


পরবর্তী ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে খেলবে ইয়ন মরগানের দল। পরের ম্যাচে একটি বা দুটি পরিবর্তন আসবে বলে জানিয়েছেন ম্যাককালাম। তিনি বলেন, ‘তিন ম্যাচ পর একটা জিনিস বুঝেছি যে, ছেলেরা ভালো করছে কিন্তু ফলাফল পাচ্ছে না।


মুম্বাইয়ের অন্যরকম উইকেটের জন্য আমাদের নতুন কাউকে দরকার। আমরা সম্ভবত পরবর্তী খেলায় একটি বা দুটি পরিবর্তন করার প্রত্যাশা করছি।’


সূত্রঃ এসএনপি স্পোর্টস