দেখে নিন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের আম্পায়ারদের তালিকা

ক্রিকেট দুনিয়া April 19, 2021 761
দেখে নিন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের আম্পায়ারদের তালিকা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুটো টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। আর সেই দুই ম্যাচের জন্যে আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে স্বাগতিক বোর্ড শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যে তালিকায় আছেন প্রখ্যাত আম্পায়ার কুমার ধর্মসেনা।


দুটো টেস্টেই অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে দুই লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা ও রুচিরা পালিয়াগুরুগেকে৷ সেই সাথে দুই টেস্টই টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রবীন্দ্র উইমালাসিরি। এছাড়া দুই ম্যাচেই ম্যাচ রেফারি রঞ্জন মাদুগলে। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন লিন্দন হানিবাল।


প্রথম টেস্টে রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকবেন প্রাগিথ রাম্বুকভেলা। আর দ্বিতীয় টেস্টে রিজার্ভ আম্পায়ার গ্রায়েম লাব্রয়। প্রথম টেস্টে রিজার্ভ ম্যাচ রেফারি গ্রায়েম লাব্রয় এবং দ্বিতীয় টেস্টে রিজার্ভ ম্যাচ রেফারি প্রাগিথ রাম্বুকভেলা।


প্রসঙ্গত যে, আগামী ২১ এপ্রিল শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল। দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। - স্পোর্টসজোন২৪