প্রথম দু-ম্যাচ সাকিব আল হাসানকে খেলানোর পর এবার ক্যাপ্টেন মর্গ্যান সুযোগ দিতে চলেছেন। এমনই সম্ভবনা রয়েছে আজ আরসিবি ম্যাচে। আরসিবি টানা দু-ম্যাচ জিতে কেকেআরের বিরুদ্ধে খেলতে নামছে।
অন্যদিকে, কেকেআর হায়দরাবাদকে হারিয়ে শুরুটা ভাল করলেও আগের ম্যাচে মুম্বাইয়ের কাছে জেতা ম্যাচ হেরে বসেছে। এমন অবস্থায় নাইটদের একাদশে পরিবর্তনের সম্ভবনা প্রবল। আর এই কারণেই সাকিব আল হাসান বাদ পড়তে পারে। এমনটাই জানাচ্ছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম।
বল হাতে মোটামুটি পারফর্ম করলেও ব্যাট হাতে সেভাবে খেলতে পারেননি সাকিব। মুম্বাই ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে অবিবেচকের মত শট খেলতে গিয়ে আউট হয়ে যান তিনি। হায়দরাবাদ ম্যাচে ব্যাট হাতে করেছিলেন মাত্র ৩ রান। মুম্বই ম্যাচে সাকিবের অবদান মাত্র ৯।
নারিনকে প্রথম দু-ম্যাচে বসিয়ে সাকিবকে খেলানোর পিছনে উদ্দেশ্য ছিল কেকেআরের হয়ে রাসেলের সঙ্গেই ফিনিশারের দায়িত্ব পালন করা। সেই ভূমিকায় তিনি জোড়া ম্যাচে ব্যর্থ হয়ে আস্থা হারিয়েছেন ক্যাপ্টেনের।
সাকিব ব্যর্থ হওয়ায় এবার নারিনকে একাদশে নিয়ে এসে চমক দিতে চাইছেন মর্গ্যান। আইপিএলে সাকিবের থেকে নারিনের অভিজ্ঞতা অনেক বেশি। চেন্নাইয়ের স্লো পিচে সাকিবের থেকেও বল হাতে বেশি কার্যকরী ভূমিকা নিতে পারবেন নারিন, এমনটাই মনে করছে কেকেআর ম্যানেজমেন্ট।
ব্যাট হাতে নারিন আবার টপ অর্ডারে আগুনে শুরুয়াত করতে পারেন। সবমিলিয়ে, সাকিবের জায়গায় নারিন খেললে ক্যারিবীয় তারকার ব্যাটিং পজিশন কি, হয় সেটা দেখার। টপ অর্ডারে নামিয়ে চমক দেওয়া নাকি সাকিবের মতোই ছয় নম্বরে নামানো, সবকিছুই নির্ভর করছে মর্গ্যানের ওপর।
এদিকে, কেকেআর দলে আরো একটি পরিবর্তন দেখা যেতে পারে। হরভজনের জায়গায় নাইটদের একাদশে ঢুকতে পারেন কুলদীপ যাদব অথবা পবন নেগি। হরভজনে যে ক্যাপ্টেন মর্গ্যানের আস্থা বেশি নেই তা প্রথম দুই ম্যাচ দেখার পরেই বোঝা গিয়েছে। প্রথম ম্যাচে ১ ওভারের পর দ্বিতীয় ম্যাচে হরভজনকে করানো হয় মাত্র ২ ওভার। পবন নেগীর খেলার সম্ভবনা বেশি। কারণ প্রয়োজনে ব্যাটও করে দিতে পারেন তিনি।
সূত্রঃ স্পোর্টসজোন২৪