আজ মুখোমুখি চেন্নাই-পাঞ্জাব, দেখে নিন দুদলের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া April 16, 2021 758
আজ মুখোমুখি চেন্নাই-পাঞ্জাব, দেখে নিন দুদলের সম্ভাব্য একাদশ

আইপিএলে আজ মুখোমুখি গেইলের পাঞ্জাব কিংস এবং ডু প্লেসিসের চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ রাত আটটায় ম্যাচটি মাঠে গড়াবে।


এবারের আইপিএলে কোনও দল খেলতে পারছে না হোমে। নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হচ্ছে প্রত্যেককে। চেন্নাইও ব্যতিক্রম নয়। প্রথম পাঁচটি ম্যাচ তাদের খেলতে হচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে, যা চেপুকের পিচের চেয়ে একেবারে আলাদা। সেখানে প্রথম ম্যাচেই তারা হেরে গেছে দিল্লি ক্যাপিটালসের কাছে।


এছাড়া রাজস্থান রয়্যালসের বিপক্ষে শেষ বলে জিতে আইপিএল শুরু করেছে পাঞ্জাব। জয়টা একটু কষ্ট করেই পেয়েছে, নয়তো সবকিছুই ছিল তাদের পক্ষে। অধিনায়ক লোকেশ রাহুল ৫০ বলে ৯১ রান করেছেন, ক্রিস গেইলও ছিলেন রানের মধ্যে। চার নম্বরে উঠে ব্যাট করা দীপক হুদা ২৮ বলে ৬৪ রানের ঝড় তোলেন।


পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, দিপক হোদা, নিকোলাস পুরান, শাহরুখ খান, জেই রিচার্ডসন, মুরুগান অশ্বিন, রাইলে মেরিডিথ, মোহাম্মদ শামি ও আর্শদ্বিপ সিং।


চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গাইকওয়াড/রবিন উথাপ্পা, ফাফ ডু প্লেসিস, মঈন আলী, সুরেশ রায়না, আমবাতি রায়ডু, রবিন্দ্র জাদেজা, মেহেন্দ্র সিং ধোনি, স্যাম কারান, ডুয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর ও দিপক চাহার।


সূত্রঃ স্পোর্টসজোন২৪