আউট হয়ে ক্ষেপে গিয়ে চেয়ার ভাঙ্গলেন কোহলি

ক্রিকেট দুনিয়া April 15, 2021 737
আউট হয়ে ক্ষেপে গিয়ে চেয়ার ভাঙ্গলেন কোহলি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। যা কিনা আইপিলের ইতিহাসে এবারই প্রথম। বুধবার (১৪ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদকে ৬ রানে হারিয়েছে বিরাট কোহলির দল।


তবে দারুণ জয়ের পরও সবকিছু ছাপিয়ে আলোচনায় অধিনায়ক কোহলি। নিজের ইনিংসকে বড় করতে না পেরে ডাগ আউটে ফেরার পথে ব্যাট দিয়ে আঘাত করে চেয়ার ভেঙেছেন তিনি। সাথে সজোরে আঘাত করেন বাউন্ডারি লাইনের বিজ্ঞাপনেও। আর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আরসিবির হয়ে ওপেন করতে নামেন বিরাট। শুরুটা ভালো করেন তিনি। তবে ব্যক্তিগত ৩৩ এবং দলীয় ৯১ রানে জেসন হোল্ডারের বলে আউট হয়ে যান তিনি।


লেগ সাইডের বাউন্ডারির কাছে ক্যাচ নেন বিজয় শঙ্কর। এরপর আর মেজাজ ধরে রাখতে পারেননি বিরাট। ডাগ আউটে ফেরার পথে ব্যাট দিয়ে সজোরে চেয়ারে আঘাত করতে দেখা যায় তাকে। - স্পোর্টসজোন২৪