ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ষষ্ঠ ম্যাচে আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। চেন্নাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
হায়দ্রাবাদের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সের কাছে ১০ রানে হেরেছে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল। অবশ্য এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে বেয়ারস্টো- রশিদরা।
অন্যদিকে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলার লক্ষ্যে প্রথম ম্যাচেই গত দুইবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে ব্যাঙ্গালুরু। ডি ভিলিয়ার্স – ম্যাক্সওয়েলরা জিতেছে দুই উইকেটে।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, প্রিয়ম গার্গ, বিজয় শঙ্কর, আবদুল সামাদ, মোহাম্মদ নবী, রশিদ খান, টি নটরাজান, সন্দীপ শর্মা এবং ভুবনেশ্বর কুমার।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ: দেবদত্ত পাদিকাল, বিরাট কোহলি (অধিনায়ক), রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স (উইকেটকিপার), ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, কাইল জেমিসন, ওয়াশিংটন সুন্দর, হর্ষাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ এবং যুজবেন্দ্র চাহাল।
সূত্রঃ স্পোর্টসজোন২৪