ম্যাচ হারার পর বড় অঙ্কের জরিমানার কবলে ধোনি

ক্রিকেট দুনিয়া April 11, 2021 656
ম্যাচ হারার পর বড় অঙ্কের জরিমানার কবলে ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪ তম আসরের শুরুটা একেবারেই ভালো গেল না চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। প্রথম ম্যাচে দিল্লির কাছে দল তো হারলই তার উপর গোটা ম্যাচ জুড়ে স্লো-ওভার রেটে খেলার জন্য ১২ লাখ টাকা জরিমানা দিতে হল ক্যাপ্টেন কুলকে।


প্রথম স্লো এভার রেটের জন্য জরিমানা কমের উপর দিয়ে গেলেও দ্বিতীয়বার এই ভুল হলে ধোনিকে ২৪ লক্ষ রুপি, দলের বাকিদের ৬ লক্ষ রুপি এবং তৃতীয়বারে ক্যাপ্টেনের ৩০ লক্ষ রুপি ও বাকিদের ১২ লক্ষ রুপি জরিমানা সহ আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে কর্তৃপক্ষ।


আইপিল কর্তৃপক্ষের তরফে এক অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, “শনিবার ওয়াংখেড়েতে দিল্লির বিরুদ্ধে ম্যাচে চেন্নাই সুপারকিংস স্লো ওভার রেট বজায় রেখে চলছিল। আর সেই দায়েই অভিযুক্ত করে ১২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হল ধোনির উপর।”


আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রতি ঘণ্টায় অন্তত ১৪.১ ওভার বোলিং করতে হবে। এই সময় নির্ধারিত হয় স্ট্র্যাটেজিক টাইম-আউট বাদ দিয়েই। বোর্ড একটি ইনিংস শেষ করতে চায় ৯০ মিনিটে। তবে শনিবার সেই নিয়ম লঙ্ঘন করেছে সিএসকে। এতে বড় জরিমানা গুনলেন দলটির অধিনায়ক। - স্পোর্টসজোন২৪